Poem by merajul Islam sajeeb

কথা দিলাম

কথা দিলাম আমি আসব, ঘরের দুয়ারে নয় মনের দুয়ারে।
কথা দিলাম আমি আসব, কাছ থেকে নয় দূর থেকে ভালবাসব।

এইতো সেদিন দেখেছি তোমায় হৃদয়ের আঙ্গিনায় 
নিরবে তুমি বসে আছ আমারই প্রতীক্ষায়।
তবুও পারিনি আমি  এগুতে সেথায়, জানিনা কি করে হাটব।
কাছ থেকে নয় দূর থেকে ভালবাসব।

আমিও একাকি সেদিন তোমায় ভেবেই হলাম সারা,
রাতের আকাশে নিরবে যেমন জ্বলে মিটিমিটি তারা।
সেই সে তার মাঝে পেয়ে তোমায় খুজে 
রাতটি আমার পার করেছি আখি দুটি বুজে।

তারপর স্বপ্নের মাঝে তুমি এসে, শর্বর এই হৃদয়য়ের মঝে জ্বেলে ছিলে আলো,
তাই তো আবার কাছে না আসেও হৃদয়ের মাঝে আসব,
শুধু তোমাকেই কাছ থেকে নয় দূর থেকে ভালবাসব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন